Elephant Day 2015

হাতি কী? হাতি সম্পর্কে আমরা কতোটা জানি? হাতি সম্পর্কে জানার উদ্দেশ্যেই ‘বিশ্ব হাতি দিবস’ উপলক্ষে গত ৮ আগস্ট ২০১৫ শনিবার বাঙলা কমিউনিকেশনস একটি অনুষ্ঠানের আয়োজন করে। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনসারভেশন (আইইউসিএন)- এর পরিবেশ ও জীববৈচিত্রবিদ সীমান্ত দীপু এবং নাট্যকার ও অভিনেতা মান্নান হীরা। হাতি সম্পর্কে সীমান্ত দীপু অনেক জানা-অজানা তথ্য তুলে ধরেন। উপস্থাপন শেষে তিনি আলোচ্য বিষয়ের উপর উপস্থিত সকলকে প্রশ্ন করেন এবং সঠিক উত্তরদাতাদের পুরস্কৃত করেন। আলোচনা শেষে ভুড়িভোজ পর্ব শুরু হয়। ভোজন শেষে সবাই হাতির উপর ক্যানভাসে সংক্ষিপ্ত মন্তব্য লিখেন। এতে বাঙলা কমিউনিকেশনস-এর চেয়ারম্যান মামুনুর রশীদ লিখেন, “ঐ-তে ঐরাবত, দীর্ঘজীবি হোক”। অতিথিদের মধ্যে মান্নান হীরা লিখেন, “মানুষ ও হাতি বাঁচুক একই ছন্দে”। হাতির প্রতি একটি মায়াবী দৃষ্টি জাগিয়ে তাদের সুরক্ষায় এগিয়ে যেতে উপস্থিত সবাই একাত্নতা প্রকাশের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি হয়।

 

11902504_1030018423709381_5969228829042745877_n 11855733_1030018667042690_5528254470366720218_n